ওয়ার্ম হোল হল দুটি মাধ্যমের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য তৈরি একটি বিশেষ কিছু। দুটি আলাদা সৌরজগৎ তথা দুটি আলাদা স্পেস টাইম এর মধ্যে সংযোগ স্থাপন করা আর কি। এটি মূলত একটি সৌরজগৎ থেকে অন্য সৌরজগতে যাওয়ার শর্ট কার্ট রাস্তা। আরো সহজে বুঝতে গেলে বলা যায় একটি কাগজ হাতে নিয়ে এর দু মাথায় দুটি বিন্দু আকলাম, এখন দুই বিন্দুর দূরত্ব দেখে নেই , এবার কাগজটা ভাজ করে নিলে দুই বিন্দু এক হয়ে যাবে,সুতরাং দুই বিন্দুর দূরত্ব একেবারেই কমে আসল না? এটিই ওয়ার্ম হোল এর মূল ব্যাপার। আগে দুই বিন্দুর দূরত্ব যত বেশি ই থাকুক না কেন মিলিত হওয়ার পর সেই দূরত্ব শুন্য তে নেমে আসে। এই ওয়ার্ম হোল/ শর্ট- কাট রাস্তা/ ফাড়িপথ ব্যবহার করে আলোকবর্ষ দূরে থাকা এক সৌরজগৎ থেকে অন্য সৌরজগতে মুহূর্তের মধ্যেই যাওয়া সম্ভব! কিন্তু এই ওয়ার্ম হোল এখনো একটি কাল্পনিক বস্তু ! এটিকে আমরা একটি কাল্পনিক গোলক হিসেবে চিন্তা করে থাকি। আর এটা সম্পর্কে আরো ভাল ধারনা দেখার জন্য ক্রিস্টোফার নোলান এর 'ইন্টারস্টেলার' মুভি দেখার বিকল্প নেই।